ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বেঞ্চে বসে না থেকে লিঁওতে খেলার চ্যালেঞ্জ নিলেন এনড্রিক

রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে এনড্রিকের শুরুটা যতটা রোমাঞ্চকর ছিল, সময়ের সঙ্গে বাস্তবতা ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে ম্যাচের পর ম্যাচ বসে থাকা আর পর্যাপ্ত খেলার সুযোগের অভাবে এই তরুণ ফরোয়ার্ডের ক্যারিয়ার যেন থমকে যাচ্ছিল।

সেই হতাশা কাটিয়ে নিয়মিত খেলার সুযোগ পেতে এবার নতুন ঠিকানা খুঁজছেন ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান প্রতিভা। ফরাসি সংবাদমাধ্যম ল’একিপের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকেই তিনি ধারে যোগ দিতে যাচ্ছেন অলিম্পিক লিওঁতে।

রিয়াল মাদ্রিদ ও লিওঁর মধ্যে ধারের এই চুক্তিটি ২০২৬ সালের জুন পর্যন্ত চূড়ান্ত হয়েছে, যেখানে এনড্রিককে স্থায়ীভাবে কিনে নেওয়ার কোনো শর্ত থাকছে না। চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ছয় মাসের বেতনের অর্ধেক হিসেবে লিওঁকে প্রায় ১০ লাখ ইউরো পরিশোধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফ্রান্সে গিয়ে এনড্রিক ফিরে পাবেন সেই ঐতিহাসিক ৯ নম্বর জার্সি, যা একসময় ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি সনি অ্যান্ডারসন।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এনড্রিকের মাঠে নামার সুযোগ ছিল নামমাত্র, সব মিলিয়ে খেলেছেন মাত্র ১১ মিনিট। ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে কার্লো আনচেলত্তির পরিকল্পনায় পুনরায় শক্ত অবস্থান তৈরি করতে নিয়মিত ম্যাচ খেলার কোনো বিকল্প নেই তার কাছে। বর্তমানে লিগ ওয়ানে পাঁচ নম্বরে থাকা এবং ইউরোপা লিগে দারুণ ফর্মে থাকা লিওঁতে পর্তুগিজ কোচ পাওলো ফনসেকার অধীনে নিজেকে প্রমাণের সেরা সুযোগটিই এখন এনড্রিকের সবচেয়ে বড় বাজি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেঞ্চে বসে না থেকে লিঁওতে খেলার চ্যালেঞ্জ নিলেন এনড্রিক

আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে এনড্রিকের শুরুটা যতটা রোমাঞ্চকর ছিল, সময়ের সঙ্গে বাস্তবতা ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে ম্যাচের পর ম্যাচ বসে থাকা আর পর্যাপ্ত খেলার সুযোগের অভাবে এই তরুণ ফরোয়ার্ডের ক্যারিয়ার যেন থমকে যাচ্ছিল।

সেই হতাশা কাটিয়ে নিয়মিত খেলার সুযোগ পেতে এবার নতুন ঠিকানা খুঁজছেন ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান প্রতিভা। ফরাসি সংবাদমাধ্যম ল’একিপের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকেই তিনি ধারে যোগ দিতে যাচ্ছেন অলিম্পিক লিওঁতে।

রিয়াল মাদ্রিদ ও লিওঁর মধ্যে ধারের এই চুক্তিটি ২০২৬ সালের জুন পর্যন্ত চূড়ান্ত হয়েছে, যেখানে এনড্রিককে স্থায়ীভাবে কিনে নেওয়ার কোনো শর্ত থাকছে না। চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ছয় মাসের বেতনের অর্ধেক হিসেবে লিওঁকে প্রায় ১০ লাখ ইউরো পরিশোধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফ্রান্সে গিয়ে এনড্রিক ফিরে পাবেন সেই ঐতিহাসিক ৯ নম্বর জার্সি, যা একসময় ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি সনি অ্যান্ডারসন।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এনড্রিকের মাঠে নামার সুযোগ ছিল নামমাত্র, সব মিলিয়ে খেলেছেন মাত্র ১১ মিনিট। ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে কার্লো আনচেলত্তির পরিকল্পনায় পুনরায় শক্ত অবস্থান তৈরি করতে নিয়মিত ম্যাচ খেলার কোনো বিকল্প নেই তার কাছে। বর্তমানে লিগ ওয়ানে পাঁচ নম্বরে থাকা এবং ইউরোপা লিগে দারুণ ফর্মে থাকা লিওঁতে পর্তুগিজ কোচ পাওলো ফনসেকার অধীনে নিজেকে প্রমাণের সেরা সুযোগটিই এখন এনড্রিকের সবচেয়ে বড় বাজি।