
তুরস্কের আঙ্কারায় বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল-হাদ্দাদসহ চার সামরিক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় লিবিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লিবিয়ার সরকার (জিএনইউ) এক বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছে। শোক চলাকালীন দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধরণের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, ২৪ ডিসেম্বর লিবিয়ার ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চললেও সেনাপ্রধানের মৃত্যুতে পুরো দেশে এখন শোকের ছায়া।
প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আঙ্কারায় একটি বিশেষ প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, ত্রিপোলিগামী ‘ফ্যালকন-৫০’ বিমানটির ধ্বংসাবশেষ আঙ্কারার দক্ষিণে হায়মানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























