
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নির্দিষ্ট মতামত দমনে চাপ সৃষ্টির অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক কমিশনারসহ পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই ব্যক্তিরা বিদেশি সরকারের হয়ে সেন্সরশিপ জোরদার করেছেন এবং মার্কিন কোম্পানি ও নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম থিয়েরি ব্রেতোঁ, যিনি ইইউর বিতর্কিত ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট’-এর মূল পরিকল্পনাকারী এবং ইলন মাস্কের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
এছাড়া যুক্তরাজ্য ও জার্মানিভিত্তিক কয়েকটি এনজিও-র প্রধানদের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে বিদেশি হস্তক্ষেপ বন্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























