ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ভারতের কর্ণাটকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পুড়ে নিহত অন্তত ১০

ভারতের কর্ণাটকের চিত্রদুর্গা বিভাগে একটি স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জীবিত অবস্থায় পুড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বাসটি বেঙ্গালুরু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের শীবামোগ্গার দিকে যাচ্ছিল।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে জাতীয় মহাসড়ক-৪৮-এ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে বাসটির ওপর আছড়ে পড়ে।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গোদা জানান, ট্রাকটি বাসের ফুয়েল ট্যাংকে আঘাত করলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বাসে থাকা ৩২ জন যাত্রী, চালক ও কন্ডাক্টরের মধ্যে কেউ কেউ বেরিয়ে আসতে সক্ষম হলেও অনেকে আগুনে আটকা পড়েন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আটজন বাসযাত্রী এবং ট্রাক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী আদিত্য বলেন, ধাক্কার পরপরই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। দরজা খুলতে না পারায় জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করা হয়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেককে সহায়তা করা সম্ভব হয়নি।

ঘটনার পর দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ভারতের কর্ণাটকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পুড়ে নিহত অন্তত ১০

আপডেট সময় : ০৫:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ভারতের কর্ণাটকের চিত্রদুর্গা বিভাগে একটি স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জীবিত অবস্থায় পুড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বাসটি বেঙ্গালুরু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের শীবামোগ্গার দিকে যাচ্ছিল।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে জাতীয় মহাসড়ক-৪৮-এ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে বাসটির ওপর আছড়ে পড়ে।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গোদা জানান, ট্রাকটি বাসের ফুয়েল ট্যাংকে আঘাত করলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বাসে থাকা ৩২ জন যাত্রী, চালক ও কন্ডাক্টরের মধ্যে কেউ কেউ বেরিয়ে আসতে সক্ষম হলেও অনেকে আগুনে আটকা পড়েন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আটজন বাসযাত্রী এবং ট্রাক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী আদিত্য বলেন, ধাক্কার পরপরই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। দরজা খুলতে না পারায় জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করা হয়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেককে সহায়তা করা সম্ভব হয়নি।

ঘটনার পর দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।