ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে লড়ছেন ডা. তাসনিম জারা, এনসিপি ছাড়ার ঘোষণা

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি এনসিপি থেকে পদত্যাগের কথাও নিশ্চিত করেছেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকছেন না। পোস্টে তিনি লেখেন, “আমি কোনো দলের সঙ্গে থাকছি না।”

এদিকে এনসিপির এক যুগ্ম সদস্যসচিব জানান, ডা. তাসনিম জারা দলীয় পদ থেকে পদত্যাগ করে এনসিপির অভ্যন্তরীণ গ্রুপে একটি বার্তা দেন। সেখানে তিনি লেখেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভ কামনা রইল।”

নিজের ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা।” তিনি জানান, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। তবে বর্তমান বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ডা. তাসনিম জারা বলেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম—নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যা-ই হোক, আমি সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
এ কারণে আসন্ন নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন।

তিনি আরও বলেন, দলীয় প্রার্থী হলে স্থানীয় কার্যালয়, সংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তিনি পাবেন না।
“আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর আস্থা রেখে যদি আপনারা আমাকে সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব,”—বলেন তিনি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে লড়ছেন ডা. তাসনিম জারা, এনসিপি ছাড়ার ঘোষণা

আপডেট সময় : ০৭:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি এনসিপি থেকে পদত্যাগের কথাও নিশ্চিত করেছেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকছেন না। পোস্টে তিনি লেখেন, “আমি কোনো দলের সঙ্গে থাকছি না।”

এদিকে এনসিপির এক যুগ্ম সদস্যসচিব জানান, ডা. তাসনিম জারা দলীয় পদ থেকে পদত্যাগ করে এনসিপির অভ্যন্তরীণ গ্রুপে একটি বার্তা দেন। সেখানে তিনি লেখেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভ কামনা রইল।”

নিজের ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা।” তিনি জানান, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। তবে বর্তমান বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ডা. তাসনিম জারা বলেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম—নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যা-ই হোক, আমি সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
এ কারণে আসন্ন নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন।

তিনি আরও বলেন, দলীয় প্রার্থী হলে স্থানীয় কার্যালয়, সংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তিনি পাবেন না।
“আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর আস্থা রেখে যদি আপনারা আমাকে সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব,”—বলেন তিনি।