ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর সকালে মৃত্যুবরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মমতা ব্যানার্জি লেখেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।”

তিনি আরও লেখেন, “তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক্সে দেওয়া এক শোকবার্তায় মোদি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেন।

মোদি তার শোকবার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সাক্ষাতের কথাও স্মরণ করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা করেন। পাশাপাশি তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আপডেট সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর সকালে মৃত্যুবরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মমতা ব্যানার্জি লেখেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।”

তিনি আরও লেখেন, “তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক্সে দেওয়া এক শোকবার্তায় মোদি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেন।

মোদি তার শোকবার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সাক্ষাতের কথাও স্মরণ করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা করেন। পাশাপাশি তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।