
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে তিনি গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় মোদি মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি প্রার্থনা করেন, সৃষ্টিকর্তা যেন এই শোকের সময়ে পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।
ভারতের প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ ছাড়া তিনি ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করেন। একই সঙ্গে মোদি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
শেষে নরেন্দ্র মোদি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
নিজস্ব/নিউজ টুডে 


























