
সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। গত বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস মোন্টানায় অবস্থিত ‘লে কন্সটেলেশন’ নামের মদের দোকানে এই দুর্ঘটনা ঘটে।
সুইজারল্যান্ডের পুলিশ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জানায়, দোকানটিতে নতুন বছর বরণের অনুষ্ঠান চলছিল। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনাস্থলটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান হওয়ায় ওই সময় সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। এখনো পর্যন্ত নিহত ও আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। তবে সুইস সংবাদমাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, হতাহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিসের তথ্যমতে, এ ঘটনায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, নিহতের পাশাপাশি অন্তত ১০০ জন আহত হয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়। একই সঙ্গে নিহত ও আহতদের স্বজনদের তথ্য জানার জন্য বিশেষ বুথ খোলা হয়েছে।
কী কারণে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে সুইস সংবাদমাধ্যমগুলোর দাবি, দুর্ঘটনার সময় দোকানটিতে একটি কনসার্ট চলছিল এবং সেখানে আতশবাজি সদৃশ পায়রোটেকনিকস ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি এখনো তদন্তাধীন এবং নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
দুর্ঘটনার পর ক্রানস মোন্টানা এলাকায় সাময়িকভাবে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ঘটনাটি তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিজস্ব/নিউজ টুডে 


























