
ভারতে চলমান বাংলাদেশ বিরোধী মনোভাবের কারণে আইপিএলে মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণ বাধাগ্রস্ত হওয়া এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি নিয়ে দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে ‘সাম্প্রতিক পরিস্থিতি’ বিবেচনায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঘটনার পর বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক বার্তায় জানিয়েছেন, চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটার যদি ভারতে খেলতে না পারেন, তবে জাতীয় দলের জন্য সেখানে নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিতে তিনি বোর্ডকে অনুরোধ করেছেন। বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে, বিসিসিআই বাংলাদেশের এই দাবিকে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’ হিসেবে অভিহিত করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মতে, শেষ মুহূর্তে ম্যাচ সরানো প্রায় অসম্ভব। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দলের বিমান টিকিট, হোটেল বুকিং এবং সম্প্রচার স্বত্বসহ অসংখ্য কারিগরি বিষয় জড়িত থাকায় সূচি পরিবর্তন করা অত্যন্ত কঠিন। প্রতিদিন তিনটি করে ম্যাচ থাকায় এবং ভেন্যুগুলোর ভৌগোলিক দূরত্বের কারণে এই দাবি বাস্তবায়ন করা বাস্তবসম্মত নয় বলে তারা মনে করছে।
উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘এ’-তে থাকা বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় লড়বে। এরপর ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে মুম্বাইয়ে তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলার কথা রয়েছে। তবে বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অনুরোধ ও ভেন্যু পরিবর্তনের দাবি এই আসরকে ঘিরে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























