ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সারমিন চৌধুরীর কবিতা ইচ্ছে ডানা

আমি চাই একটি রজনীগন্ধা ফুল
খুব যত্নে টবে ফোটানো বেশ।
চাইনা আমি চওড়া দামের কেনাই
মন ভুলানো রং বাহারী ক্লেশ।

আমি চাই বিশুদ্ধ খোলা গগনতল
স্বস্তির নিঃশ্বাসে প্রাণ ভরতে।
চাইনা আত্নসম্মান চুলায় জ্বালিয়ে
কাঠপুতলির মতোন নাচতে।

আমি চাই স্নিগ্ধ এক-ফালি বিকাল
পরনে নীল শাড়ি কপালে টিপ।
চাইনা ইচ্ছে গুলোকে নির্বাসন করে
আত্ম-দহনের গড়তে উপদ্বীপ।

আমি চাই আয়নায় সামনে দাঁড়িয়ে’
মাখতে চোখে সুরমা-কাজল।
চাইনা কাঁটাতারে হেঁটে রক্ত ঝরাতে
জখমে কাতরাতে সদা বিহ্বল।

আমি চাই অকপটে সব কথা বলতে
লোকের বাধ্যবাধকতা না ডরে।
চাইনা আমি গলায় ভর্তি গহনাগাঁটি
দম গুটিয়ে নিরন্তর যেতে মরে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

সারমিন চৌধুরীর কবিতা ইচ্ছে ডানা

আপডেট সময় : ১১:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

আমি চাই একটি রজনীগন্ধা ফুল
খুব যত্নে টবে ফোটানো বেশ।
চাইনা আমি চওড়া দামের কেনাই
মন ভুলানো রং বাহারী ক্লেশ।

আমি চাই বিশুদ্ধ খোলা গগনতল
স্বস্তির নিঃশ্বাসে প্রাণ ভরতে।
চাইনা আত্নসম্মান চুলায় জ্বালিয়ে
কাঠপুতলির মতোন নাচতে।

আমি চাই স্নিগ্ধ এক-ফালি বিকাল
পরনে নীল শাড়ি কপালে টিপ।
চাইনা ইচ্ছে গুলোকে নির্বাসন করে
আত্ম-দহনের গড়তে উপদ্বীপ।

আমি চাই আয়নায় সামনে দাঁড়িয়ে’
মাখতে চোখে সুরমা-কাজল।
চাইনা কাঁটাতারে হেঁটে রক্ত ঝরাতে
জখমে কাতরাতে সদা বিহ্বল।

আমি চাই অকপটে সব কথা বলতে
লোকের বাধ্যবাধকতা না ডরে।
চাইনা আমি গলায় ভর্তি গহনাগাঁটি
দম গুটিয়ে নিরন্তর যেতে মরে।