ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

কবিতা : কেউ কেউ না থেকেও থাকে

❝চলে গেলেও আমি তবুও থেকে যাব;
তোমার সমস্ত না থাকা জুড়ে,
তোমার সকল ভাল্লাগেনা’র অসুখে
বুকের ভেতর লাগতে থাকা বিষণ্ণ দুপুরে।❞

আমি তবুও থেকে যাব;
আকাশের নীলে, সন্ধ্যার লালে,
তবুও থেকে যাব; হঠাৎ ডেকে ওঠা
পাখিটির মতোন আড়ালে আবডালে!

চলে গেলেও আমি তবুও থেকে যাব;
একাকী পথে হেঁটে যাওয়া সন্তর্পণে
পায়ে পায়ে হেঁটে আসে কেউ;
এমন অদৃশ্য উচাটন অনুক্ষণে!

আমি তবুও থেকে যাব;
আমারই লেখা প্রিয় কোনো কবিতায়
থেকে যাব; একসাথে গাওয়া গান
উদাসী আকাশ, আর ফ্রেমে বাঁধা ছবিটায়।
🤎🖤🤎


ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

কবিতা : কেউ কেউ না থেকেও থাকে

আপডেট সময় : ১১:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

❝চলে গেলেও আমি তবুও থেকে যাব;
তোমার সমস্ত না থাকা জুড়ে,
তোমার সকল ভাল্লাগেনা’র অসুখে
বুকের ভেতর লাগতে থাকা বিষণ্ণ দুপুরে।❞

আমি তবুও থেকে যাব;
আকাশের নীলে, সন্ধ্যার লালে,
তবুও থেকে যাব; হঠাৎ ডেকে ওঠা
পাখিটির মতোন আড়ালে আবডালে!

চলে গেলেও আমি তবুও থেকে যাব;
একাকী পথে হেঁটে যাওয়া সন্তর্পণে
পায়ে পায়ে হেঁটে আসে কেউ;
এমন অদৃশ্য উচাটন অনুক্ষণে!

আমি তবুও থেকে যাব;
আমারই লেখা প্রিয় কোনো কবিতায়
থেকে যাব; একসাথে গাওয়া গান
উদাসী আকাশ, আর ফ্রেমে বাঁধা ছবিটায়।
🤎🖤🤎