
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং সমসাময়িক নানা ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আইসিসির মেইলের জবাব পাওয়ার পর বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংস্থাটি।
বিসিবি জানিয়েছে, জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। একটি সন্তোষজনক এবং বাস্তবসম্মত সমাধান না পাওয়া পর্যন্ত এই আলোচনা অব্যাহত থাকবে।
নিরাপত্তা ইস্যুতে বিসিবির পাঠানো মেইলের জবাবে আইসিসি বাংলাদেশে দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সরাসরি ভারত সফরে যাওয়া নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তা এখনো পুরোপুরি কাটেনি।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন-ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে এবং এ বিষয়ে বিসিবিকে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে। তবে এই দাবিকে পুরোপুরি ‘ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য’ বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসি থেকে প্রাপ্ত বার্তার সাথে এ ধরনের খবরের কোনো মিল নেই এবং বোর্ডকে কোনো ধরনের আলটিমেটাম দেওয়া হয়নি।
মুস্তাফিজুর রহমানের সাথে ভারতের আচরণের পর দেশের ক্রীড়ামোদীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিসিবির বর্তমান অবস্থানকে তারই প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, আইসিসি এবং বিসিবির এই আলোচনার মাধ্যমে বিশ্বকাপের ভেন্যু বা নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন আসে কি না।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























