ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

উত্তরাঞ্চল দিয়ে তারেক রহমানের দেশব্যাপী সফর শুরু, চার দিনে ৯ জেলা ভ্রমণ

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর ঢাকার বাইরে প্রথম সফর হিসেবে তিনি বেছে নিয়েছেন উত্তরাঞ্চলকে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে শুরু হতে যাওয়া এই চার দিনের সফর শেষ হবে ১৪ জানুয়ারি।

সফরের চূড়ান্ত সূচি অনুযায়ী, প্রথম দিন তিনি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানেই রাতযাপন করবেন। দ্বিতীয় দিন বগুড়া থেকে রংপুর ও দিনাজপুর হয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ঠাকুরগাঁওয়ে যাবেন। সফরের তৃতীয় দিন তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষ করে রংপুরে ফিরে আসবেন এবং সফরের শেষ দিন অর্থাৎ ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন।

তারেক রহমানের এই সফরের মূল লক্ষ্য হলো জুলাই বিপ্লবসহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো। কর্মসূচির অংশ হিসেবে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং তার নানি তৈয়বা মজুমদারসহ আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসনকে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়ে জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই সফর সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অন্তর্ভুক্ত, তাই এতে নির্বাচন কমিশনের কোনো আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

উত্তরাঞ্চল দিয়ে তারেক রহমানের দেশব্যাপী সফর শুরু, চার দিনে ৯ জেলা ভ্রমণ

আপডেট সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর ঢাকার বাইরে প্রথম সফর হিসেবে তিনি বেছে নিয়েছেন উত্তরাঞ্চলকে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে শুরু হতে যাওয়া এই চার দিনের সফর শেষ হবে ১৪ জানুয়ারি।

সফরের চূড়ান্ত সূচি অনুযায়ী, প্রথম দিন তিনি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানেই রাতযাপন করবেন। দ্বিতীয় দিন বগুড়া থেকে রংপুর ও দিনাজপুর হয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ঠাকুরগাঁওয়ে যাবেন। সফরের তৃতীয় দিন তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষ করে রংপুরে ফিরে আসবেন এবং সফরের শেষ দিন অর্থাৎ ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন।

তারেক রহমানের এই সফরের মূল লক্ষ্য হলো জুলাই বিপ্লবসহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো। কর্মসূচির অংশ হিসেবে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং তার নানি তৈয়বা মজুমদারসহ আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসনকে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়ে জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই সফর সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অন্তর্ভুক্ত, তাই এতে নির্বাচন কমিশনের কোনো আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা নেই।