ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

এআই ভিডিওতে নিজেকে দেখে যা বললেন বিশ্বজয়ী লিওনেল মেসি

স্মার্টফোনের রিলস বা টিকটক আসক্তি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ নতুন কিছু নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ব্যবহারকারীদের স্ক্রিন টাইমও পাল্লা দিয়ে বাড়ছে। এই আসক্তি থেকে যে ফুটবলের জাদুকর লিওনেল মেসিও মুক্ত নন, তা সম্প্রতি নিজেই স্বীকার করেছেন তিনি।

লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, অবসর সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর সময় কাটান। তার ভাষায়, “আমি প্রচুর টিকটক দেখি, বলতে গেলে ওখানে সবকিছুই দেখি। সত্যি বলতে, অবসর সময় পেলে আমি টিকটকে অনেক বেশি সময় কাটাই।”

টিকটকে মেসির ফুটবল স্কিল বা গোল করার ভিডিও যেমন জনপ্রিয়, তেমনি এআই দিয়ে বানানো তার কাল্পনিক সব ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে সেসব ভিডিওতে মেসিকে অদ্ভুত এবং হাস্যকর সব পরিস্থিতিতে দেখা যায়। কখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খুনসুটি করতে, আবার কখনো অদ্ভুত কোনো বিপদে পড়তে।

মেসি জানালেন, এই এআই ভিডিওগুলো তার নিজের নিউজফিডেও মাঝেমধ্যে চলে আসে। মজার এক অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বলেন, “আমি নিজেকে নিয়ে বানানো বেশ কিছু এআই ভিডিও ক্লিপ দেখেছি। একটাতে তো দেখা গেছে আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে! এসব দেখে আমি বেশ মজা পেয়েছি।”

পুরো বিশ্ব যখন মেসির ফুটবল প্রতিভায় মগ্ন, তখন মেসি নিজেই অবসরে ডুবে থাকেন নিজেরই বানানো মজার সব কাল্পনিক দুনিয়ায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এআই ভিডিওতে নিজেকে দেখে যা বললেন বিশ্বজয়ী লিওনেল মেসি

আপডেট সময় : ০৬:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

স্মার্টফোনের রিলস বা টিকটক আসক্তি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ নতুন কিছু নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ব্যবহারকারীদের স্ক্রিন টাইমও পাল্লা দিয়ে বাড়ছে। এই আসক্তি থেকে যে ফুটবলের জাদুকর লিওনেল মেসিও মুক্ত নন, তা সম্প্রতি নিজেই স্বীকার করেছেন তিনি।

লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, অবসর সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর সময় কাটান। তার ভাষায়, “আমি প্রচুর টিকটক দেখি, বলতে গেলে ওখানে সবকিছুই দেখি। সত্যি বলতে, অবসর সময় পেলে আমি টিকটকে অনেক বেশি সময় কাটাই।”

টিকটকে মেসির ফুটবল স্কিল বা গোল করার ভিডিও যেমন জনপ্রিয়, তেমনি এআই দিয়ে বানানো তার কাল্পনিক সব ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে সেসব ভিডিওতে মেসিকে অদ্ভুত এবং হাস্যকর সব পরিস্থিতিতে দেখা যায়। কখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খুনসুটি করতে, আবার কখনো অদ্ভুত কোনো বিপদে পড়তে।

মেসি জানালেন, এই এআই ভিডিওগুলো তার নিজের নিউজফিডেও মাঝেমধ্যে চলে আসে। মজার এক অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বলেন, “আমি নিজেকে নিয়ে বানানো বেশ কিছু এআই ভিডিও ক্লিপ দেখেছি। একটাতে তো দেখা গেছে আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে! এসব দেখে আমি বেশ মজা পেয়েছি।”

পুরো বিশ্ব যখন মেসির ফুটবল প্রতিভায় মগ্ন, তখন মেসি নিজেই অবসরে ডুবে থাকেন নিজেরই বানানো মজার সব কাল্পনিক দুনিয়ায়।