ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ধ্বংসস্তূপে ১০ হাজার নিখোঁজ ও ৭১ হাজার প্রাণহানি: বিপর্যস্ত গাজা

গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে নিহতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩১৮ জনেরও বেশি মানুষ। সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের ১১ অক্টোবরের পর যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ৪৪২ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এই যুদ্ধে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরো একে আধুনিক ইতিহাসের বৃহত্তম এতিম সংকট হিসেবে অভিহিত করেছে, যেখানে ৩৯ হাজার শিশু তাদের অভিভাবক হারিয়েছে। বর্তমানে ১৮ হাজারের বেশি গুরুতর রোগীর জরুরি উন্নত চিকিৎসা প্রয়োজন। ২০২৫ সালের ৯ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে এখন গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ধ্বংসস্তূপে ১০ হাজার নিখোঁজ ও ৭১ হাজার প্রাণহানি: বিপর্যস্ত গাজা

আপডেট সময় : ১২:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে নিহতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩১৮ জনেরও বেশি মানুষ। সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের ১১ অক্টোবরের পর যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ৪৪২ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এই যুদ্ধে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরো একে আধুনিক ইতিহাসের বৃহত্তম এতিম সংকট হিসেবে অভিহিত করেছে, যেখানে ৩৯ হাজার শিশু তাদের অভিভাবক হারিয়েছে। বর্তমানে ১৮ হাজারের বেশি গুরুতর রোগীর জরুরি উন্নত চিকিৎসা প্রয়োজন। ২০২৫ সালের ৯ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে এখন গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।