
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমান্তের কাছে পৃথক দুটি বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার ট্যাঙ্ক জেলায় পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
একই দিনে লাকি মারওয়াত জেলায় অন্য একটি হামলায় এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর দেশটির সন্ত্রাসবাদবিরোধী বিভাগ (সিটিডি) পেশোয়ার ও বান্নুসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আট সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে পাকিস্তান দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে যে টিটিপি বিদ্রোহীরা আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। গত অক্টোবর থেকেই সীমান্ত ইস্যু নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























