ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

সীমান্তের গুলিতে আহত শিশু হুজাইফার অবস্থা অপরিবর্তিত, পাঠানো হচ্ছে ঢাকায়

মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে গুরুতর আহত টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের অবস্থার কোনো উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) চার সদস্যের একটি মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত দেয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, হুজাইফার মস্তিষ্কের অভ্যন্তরীণ চাপ কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়েছে। বর্তমানে তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে। উল্লেখ্য, গত রোববার সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের লম্বাবিল এলাকায় নিজ বাড়ির সামনে খেলার সময় ওপার থেকে আসা গুলিতে সে বিদ্ধ হয়। রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হলেও গুলি বের করা সম্ভব হয়নি এবং তখন থেকেই সে লাইফ সাপোর্টে রয়েছে।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। বিমান হামলা, ড্রোন আক্রমণ ও মর্টার শেলের বিকট শব্দে কাঁপছে টেকনাফের সীমান্তবর্তী গ্রামগুলো। ওপারের এই সংঘাতের প্রভাবে বাংলাদেশের অভ্যন্তরে সাধারণ মানুষের জানমাল ও ঘরবাড়ি ঝুঁকির মুখে পড়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

সীমান্তের গুলিতে আহত শিশু হুজাইফার অবস্থা অপরিবর্তিত, পাঠানো হচ্ছে ঢাকায়

আপডেট সময় : ০৩:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে গুরুতর আহত টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের অবস্থার কোনো উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) চার সদস্যের একটি মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত দেয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, হুজাইফার মস্তিষ্কের অভ্যন্তরীণ চাপ কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়েছে। বর্তমানে তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে। উল্লেখ্য, গত রোববার সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের লম্বাবিল এলাকায় নিজ বাড়ির সামনে খেলার সময় ওপার থেকে আসা গুলিতে সে বিদ্ধ হয়। রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হলেও গুলি বের করা সম্ভব হয়নি এবং তখন থেকেই সে লাইফ সাপোর্টে রয়েছে।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। বিমান হামলা, ড্রোন আক্রমণ ও মর্টার শেলের বিকট শব্দে কাঁপছে টেকনাফের সীমান্তবর্তী গ্রামগুলো। ওপারের এই সংঘাতের প্রভাবে বাংলাদেশের অভ্যন্তরে সাধারণ মানুষের জানমাল ও ঘরবাড়ি ঝুঁকির মুখে পড়েছে।