
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত সকল মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানান। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে, ৮০০-এর বেশি নির্ধারিত ফাঁসি বাতিলের এই সিদ্ধান্তকে তিনি অত্যন্ত সম্মান জানান। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বিক্ষোভ দমনে কঠোরতা অব্যাহত রাখলে ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের সেই কড়া বার্তার পরপরই ইরান সরকারের পক্ষ থেকে মৃত্যুদণ্ড বাতিলের এই ঘোষণা আসে।
এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গত বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে যে, দেশটির নীতিগত সকল সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই গ্রহণ করছেন। গত ২৮ ডিসেম্বর ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতনের সূত্র ধরে এই বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর তথ্যমতে, এই বিক্ষোভে এখন পর্যন্ত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২ হাজার ৪০৩ জনই বিক্ষোভকারী। তবে ইরান সরকার নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 

























