ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ১০ জনের পদত্যাগ

নওগাঁ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য অনুমোদিত কমিটি নিয়ে বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটির গঠন প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে জুলাই আন্দোলনের আহত যোদ্ধাসহ ১০ জন সংগঠক একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তারা জেলা আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীদের অভিযোগ, এই কমিটিতে আন্দোলনের মূল চেতনার প্রতিফলন ঘটেনি এবং এতে সুবিধাবাদী ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। এর আগে কমিটির যুগ্ম সদস্য সচিব শাফিক মোয়ামমার রিয়ানও একই ধরনের অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন। তবে জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন ও সদস্য সচিব রাফি রেজওয়ান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি পক্ষ স্বাক্ষর জালিয়াতি করে এই পদত্যাগপত্র পাঠিয়েছে। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০৬ সদস্যের এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণ

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ১০ জনের পদত্যাগ

আপডেট সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নওগাঁ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য অনুমোদিত কমিটি নিয়ে বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটির গঠন প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে জুলাই আন্দোলনের আহত যোদ্ধাসহ ১০ জন সংগঠক একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তারা জেলা আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীদের অভিযোগ, এই কমিটিতে আন্দোলনের মূল চেতনার প্রতিফলন ঘটেনি এবং এতে সুবিধাবাদী ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। এর আগে কমিটির যুগ্ম সদস্য সচিব শাফিক মোয়ামমার রিয়ানও একই ধরনের অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন। তবে জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন ও সদস্য সচিব রাফি রেজওয়ান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি পক্ষ স্বাক্ষর জালিয়াতি করে এই পদত্যাগপত্র পাঠিয়েছে। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০৬ সদস্যের এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি।