
পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণে আজ সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্দিষ্ট টেলিফোন নম্বর (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয়েছে।
যদি আজ চাঁদ দেখা যায়, তবে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবেবরাত পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
শবেবরাত বা ‘লাইলাতুল বারাআত’ অর্থ মুক্তির রজনী। এটি ইবাদত, ক্ষমা প্রার্থনা ও ভাগ্য নির্ধারণের এক মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব অপরিসীম, কারণ এর ১৫ দিন পরই শুরু হয় পবিত্র রমজান মাস।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 























