ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২

সিলেটে নির্বাচনি সফরে তারেক রহমান: ‘বেহেশতের টিকিট’ দেওয়া প্রতারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে তাদের তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি তৃণমূলের ভোটারদের ‘বেহেশতের টিকিট’ দেওয়ার প্রতিশ্রুতিকে এক ধরনের বড় ধরনের প্রতারণা ও ধর্মীয় ‘শিরক’ বলে আখ্যা দেন। এই জনসভার মাধ্যমেই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারণা শুরু করেন।

জনসভায় তারেক রহমান বলেন, বেহেশত ও দোযখের মালিক একমাত্র মহান আল্লাহ এবং কোনো মানুষের পক্ষে অন্য কাউকে বেহেশতের গ্যারান্টি দেওয়া অসম্ভব। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, যে বিষয় মানুষের হাতে নেই, তা নিয়ে যারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা মূলত মানুষকে ঠকাচ্ছে এবং মুসলমানদের দিয়ে ‘শিরক’ করাচ্ছে। নির্বাচনের আগেই যারা এমন মিথ্যা আশ্বাস দিচ্ছে, তারা নির্বাচনের পর সাধারণ মানুষকে কতটা ঠকাবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশে যারা মা-বোনদের সম্মানহানি ও গণহত্যার সাথে জড়িত ছিল, এদেশের মানুষ তাদের আসল রূপ আগেই দেখে নিয়েছে। কোনো বিদেশি শক্তির মুখাপেক্ষী না হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে দেশ গড়ার আহ্বান জানান তিনি। তিনি স্পষ্ট করেন যে, তার লড়াই কেবল কথা বলার অধিকার নয়, বরং মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

তিনি আরও বলেন, অতীতে নির্দিষ্ট কিছু পক্ষকে ক্ষমতায় রাখতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছিল। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে দিল্লি বা পিন্ডি নয়, বরং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। কুফরি, হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

র‍্যাব সদস্য মোতালেব হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সিলেটে নির্বাচনি সফরে তারেক রহমান: ‘বেহেশতের টিকিট’ দেওয়া প্রতারণা

আপডেট সময় : ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে তাদের তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি তৃণমূলের ভোটারদের ‘বেহেশতের টিকিট’ দেওয়ার প্রতিশ্রুতিকে এক ধরনের বড় ধরনের প্রতারণা ও ধর্মীয় ‘শিরক’ বলে আখ্যা দেন। এই জনসভার মাধ্যমেই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারণা শুরু করেন।

জনসভায় তারেক রহমান বলেন, বেহেশত ও দোযখের মালিক একমাত্র মহান আল্লাহ এবং কোনো মানুষের পক্ষে অন্য কাউকে বেহেশতের গ্যারান্টি দেওয়া অসম্ভব। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, যে বিষয় মানুষের হাতে নেই, তা নিয়ে যারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা মূলত মানুষকে ঠকাচ্ছে এবং মুসলমানদের দিয়ে ‘শিরক’ করাচ্ছে। নির্বাচনের আগেই যারা এমন মিথ্যা আশ্বাস দিচ্ছে, তারা নির্বাচনের পর সাধারণ মানুষকে কতটা ঠকাবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশে যারা মা-বোনদের সম্মানহানি ও গণহত্যার সাথে জড়িত ছিল, এদেশের মানুষ তাদের আসল রূপ আগেই দেখে নিয়েছে। কোনো বিদেশি শক্তির মুখাপেক্ষী না হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে দেশ গড়ার আহ্বান জানান তিনি। তিনি স্পষ্ট করেন যে, তার লড়াই কেবল কথা বলার অধিকার নয়, বরং মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

তিনি আরও বলেন, অতীতে নির্দিষ্ট কিছু পক্ষকে ক্ষমতায় রাখতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছিল। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে দিল্লি বা পিন্ডি নয়, বরং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। কুফরি, হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।