ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

মাদারীপুরে ফয়সাল তালুকদারের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় আলোচিত তিন খুনের মামলায় জামিনে থাকা আসামি ফয়সাল তালুকদারের বিরুদ্ধে এক গৃহবধূকে ঘরে আটকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা বৃহস্পতিবার রাত থেকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ফয়সাল তালুকদার নামে এক যুবক লাঠি হাতে এক গৃহবধূকে মারধর করছেন এবং একপর্যায়ে তাঁকে রামদার মতো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতেও দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় কালাই সরদারেরচর গ্রামে ওই নারীর বাড়িতে ঢুকে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন ফয়সাল। নির্যাতনের সময় তিনি ধারালো অস্ত্র ব্যবহার করেন বলে অভিযোগ।

গত বছরের ২৭ ডিসেম্বর কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আকতার শিকদার, তাঁর ছেলে মারুফ শিকদার এবং সিরাজ চৌকিদার খুন হন। এ ঘটনায় দায়ের করা মামলায় অন্যতম আসামি হিসেবে ফয়সাল তালুকদারের নাম উঠে আসে। তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, নির্যাতিত নারী স্বামী হারিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করছেন। সরকার পরিবর্তনের পর থেকে ফয়সাল তাঁকে নিয়মিত হয়রানি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। সর্বশেষ, গত সোমবার ফয়সাল ও তাঁর সহযোগীরা দলবেঁধে গৃহবধূকে মারধর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “ফয়সাল ও তাঁর অনুসারীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ভিডিও প্রকাশ না হলে এই ঘটনাও ধামাচাপা পড়ে যেত। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই।”

ঘটনার পর কালকিনির খাসেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ভয়ে গৃহবধূ এখনো থানায় অভিযোগ দেননি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “গৃহবধূ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে দেশি অস্ত্র প্রদর্শনের ঘটনায় আমরা ফয়সালকে খুঁজছি এবং দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে। ভুক্তভোগী নারী চাইলে যেকোনো আইনি সহায়তা দেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

মাদারীপুরে ফয়সাল তালুকদারের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০১:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরের কালকিনি উপজেলায় আলোচিত তিন খুনের মামলায় জামিনে থাকা আসামি ফয়সাল তালুকদারের বিরুদ্ধে এক গৃহবধূকে ঘরে আটকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা বৃহস্পতিবার রাত থেকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ফয়সাল তালুকদার নামে এক যুবক লাঠি হাতে এক গৃহবধূকে মারধর করছেন এবং একপর্যায়ে তাঁকে রামদার মতো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতেও দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় কালাই সরদারেরচর গ্রামে ওই নারীর বাড়িতে ঢুকে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন ফয়সাল। নির্যাতনের সময় তিনি ধারালো অস্ত্র ব্যবহার করেন বলে অভিযোগ।

গত বছরের ২৭ ডিসেম্বর কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আকতার শিকদার, তাঁর ছেলে মারুফ শিকদার এবং সিরাজ চৌকিদার খুন হন। এ ঘটনায় দায়ের করা মামলায় অন্যতম আসামি হিসেবে ফয়সাল তালুকদারের নাম উঠে আসে। তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, নির্যাতিত নারী স্বামী হারিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করছেন। সরকার পরিবর্তনের পর থেকে ফয়সাল তাঁকে নিয়মিত হয়রানি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। সর্বশেষ, গত সোমবার ফয়সাল ও তাঁর সহযোগীরা দলবেঁধে গৃহবধূকে মারধর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “ফয়সাল ও তাঁর অনুসারীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ভিডিও প্রকাশ না হলে এই ঘটনাও ধামাচাপা পড়ে যেত। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই।”

ঘটনার পর কালকিনির খাসেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ভয়ে গৃহবধূ এখনো থানায় অভিযোগ দেননি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “গৃহবধূ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে দেশি অস্ত্র প্রদর্শনের ঘটনায় আমরা ফয়সালকে খুঁজছি এবং দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে। ভুক্তভোগী নারী চাইলে যেকোনো আইনি সহায়তা দেওয়া হবে।”