
মুম্বাইয়ে দুর্গাপূজার উৎসব মানেই মুখার্জি পরিবারের আয়োজনে জমজমাট তারকাখচিত আয়োজন। এবারও তার ব্যতিক্রম নয়। পঞ্চমীর সন্ধ্যায় মুখার্জি বাড়ির দুর্গা প্রতিমার মুখ উন্মোচনের মধ্য দিয়েই শুরু হলো বর্ণিল পূজা পর্ব। উদ্বোধনী সন্ধ্যাতেই উপস্থিত ছিলেন বলিউডের দুই জনপ্রিয় তারকা রানি মুখোপাধ্যায় ও কাজল।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, পঞ্চমীর সন্ধ্যায় মুখার্জি বাড়ির প্রতিমার মুখ উন্মোচনের সময় থেকেই যেন শুরু হয়ে যায় উৎসবের মূল সুর। কাজল এই দিনটি উদযাপন করেন রুপালি শাড়ি ও সিঁদুররঙা ব্লাউজে, হাতে লাল কাঁচের চুড়ি, একেবারে পূজার পরিবেশের সঙ্গে মানানসই এক ফেস্টিভ লুক। অপরদিকে রানি মুখার্জি বেছে নিয়েছিলেন সাদা ইক্কতের শাড়ি, যা ছিল অনবদ্য।
রানি ও কাজলের পরিবারের এই পূজা বলিউডে বহু বছর ধরেই একটি আইকনিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত। প্রতিবছরই এই পূজায় উপস্থিত থাকেন অমিতাভ বচ্চন, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া, দীপিকা পাডুকোন, শাহরুখ খান, সালমান খান, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, রণবীর কাপুরসহ বহু তারকা।
তবে শুধু অতিথি নয়, পূজার প্রতিটি আয়োজনে রানি ও কাজল নিজেরাই অংশ নেন ঘরের মেয়েদের মতো করে। অঞ্জলি দেওয়া থেকে প্রসাদ বিতরণ সবকিছুতেই তাদের সরব উপস্থিতি চোখে পড়ে।
এবারের উদ্বোধনী দিনের আয়োজন দেখে বোঝাই যাচ্ছে, সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত মুখার্জি বাড়ির পূজা আবারও হয়ে উঠবে মুম্বাইয়ের সবচেয়ে আলোচিত উৎসব। এখন দেখার পালা, পরবর্তী দিনগুলোতে রানি ও কাজলের পূজার সাজ এবং তারকাদের উপস্থিতি কতটা মাতিয়ে তোলে মুম্বাই শহরকে।