
দুর্গাপূজা ঘিরে টালিউডে সিনেমা মুক্তির হিড়িক নতুন কিছু নয়। এবারে মুক্তিপ্রাপ্ত চারটি বড় বাজেটের ছবিকে ঘিরে শুরু হওয়া রেষারেষি, বাকবিতণ্ডা ও বিতর্ক যেন পেরিয়ে গেছে অতীতের সব সীমা। এমন উত্তপ্ত পরিবেশেই অভিনেতা জিৎ তার এক সামাজিকমাধ্যম পোস্টে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে উদ্দেশ করে একটি সংক্ষিপ্ত বার্তা দেন যা ইন্ডাস্ট্রির অন্দরমহলে নতুন করে আলোড়ন তুলেছে।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জিৎ লেখেন,
“আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা।”
মাত্র দুটি লাইনের এই বার্তা ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। ইন্ডাস্ট্রির অনেকেই এটিকে একটি ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন। তাদের মতে, সাম্প্রতিক বিতর্ক ও ব্যক্তি আক্রমণের রাজনীতির ভেতর দাঁড়িয়ে জিৎ এক ধরণের নৈতিক অবস্থান নিয়েছেন।
তবে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া এসেছে মিশ্র। অনেকেই প্রশ্ন তুলেছেন, সাধারণত বিতর্ক থেকে দূরে থাকা জিৎ এমন পোস্ট করলেন কেন? অনেকে আবার এই পোস্টকে ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন,
“এতদিন কোথায় ছিল আপনার বিবেক? এখন যখন বন্ধু কোণঠাসা, তখন আপনার শিল্পচেতনা জেগে উঠেছে?”
আরেকজন মন্তব্য করেছেন,
“রঘু ডাকাত নিয়ে তো কিছু বললেন না। দেব তো সবসময় আপনাকে সাপোর্ট করে। আপনি কেন ওর পাশে দাঁড়ালেন না?”
কারও মতে, জিৎ হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পক্ষ নিয়েছেন, আবার কেউ বলছেন, তিনি দেবের সাপোর্টে মুখ খুলেছেন। তবে জিৎ নিজের পোস্টের ব্যাখ্যা দেননি বা স্পষ্ট করে কারও নাম উল্লেখও করেননি।
তবে সবমিলিয়ে জিৎ-এর এই ‘নিরব বার্তা’ এখন টালিউডে বেশ সরগরম আলোচনার বিষয়।