
“মা হিসেবে ব্যর্থ হতে পারি না”—‘বিহাইন্ড দ্য ফেইম’-এ পরীমনির খোলামেলা আত্মকথন
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি এবার হাজির হয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দশম পর্বে। প্রায় ১০০ মিনিটের এই পর্বে জীবনের নানা অজানা অধ্যায়, মায়ের ভূমিকা ও নিজের পরিবর্তনের গল্প শেয়ার করেছেন তিনি।
ফেসবুকে প্রায় ১৬ মিলিয়ন অনুসারী থাকা এই তারকা বলেন, “আগের চেয়ে এখন অনেক বেশি ভেবেচিন্তে চলি। এখন আমার মাসিক সঞ্চয় আছে, যা আমার সন্তানদের ভবিষ্যতের জন্য রাখি। আমি চাই, তারা যেন আমার উপার্জিত অর্থের সুফল ভোগ করতে পারে।”
সন্তানদের প্রসঙ্গে আবেগঘন হয়ে পরীমনি বলেন, “আমি এখন পুণ্য আর প্রিয়মের মা এটা নিয়ে গর্ব করি। তবে মজা করে বলি, আমি আরও ৯৮টা বাচ্চার মা হতে চাই! মোট ১০০ সন্তানকে মা হয়ে মানুষ করতে চাই। আল্লাহ যেন আমাদের এমন সামর্থ্য দেন। এ যুগে সন্তান মানুষ করা সহজ না, অনেক খরচ লাগে। আমি ব্যক্তি বা নায়িকা হিসেবে ব্যর্থ হতে পারি, কিন্তু মা হিসেবে নিজেকে ব্যর্থ হতে দেব না।”
সঞ্চালক রুম্মান রশীদ খানের এক প্রশ্নের জবাবে পরীমনি জানান, অভিনয়ের আগে তিনি নাচ শিখতে গিয়েছিলেন। কিন্তু গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই অভিভূত হয়েছিলেন যে, স্কুল থেকে পালিয়ে যান এবং আর ফিরে যাননি!
এই পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। ‘বিহাইন্ড দ্য ফেইম’ পডকাস্টে পরীমনি নিজের জীবন, পরিবর্তন, মা হওয়া, এবং ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে একান্তভাবে কথা বলেছেন। এক পরিণত, সচেতন ও দায়িত্বশীল পরীমনিকে আবিষ্কার করেছেন দর্শকরা।