
“সাফল্যের পার্থক্যই সম্পর্ক ভাঙনের কারণ”—অতীত প্রেম নিয়ে মুখ খুললেন সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান এবার প্রথমবারের মতো নিজের প্রেমজীবন নিয়ে সরাসরি কথা বললেন। বহু বছর ধরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে চলা গুঞ্জনের মধ্যেই, সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার এক টকশোতে খোলাখুলি মন্তব্য করেছেন তিনি।
সালমান বলেন, “যখন সম্পর্কে একজন সঙ্গী অন্যজনের তুলনায় দ্রুত সাফল্য অর্জন করে, তখনই সমস্যার শুরু হয়। তখন একজনের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করতে শুরু করে।”
তিনি আরও বলেন, “সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকে একসঙ্গে এগোতে হয়। এমন না যে একজন এগিয়ে যাচ্ছে, আরেকজন তার পেছনে পড়ে যাচ্ছে এটা হলে একটা সময় পর একে অপরের প্রতি বিরক্তি জন্ম নেয়।”
বলিউডে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, খারাপ ব্যবহারের জন্যই সালমানের সঙ্গে ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সম্পর্ক ভেঙেছিল। তবে সালমানের সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে, হয়তো ক্যারিয়ারের অসামঞ্জস্যতাই সেই সম্পর্কগুলোতে দূরত্বের মূল কারণ ছিল।
উল্লেখ্য, সালমান খানের জীবনে একাধিক প্রেম এসেছে যেমন সংগীততা বিজলানির সঙ্গে বিয়ের কথা অনেক দূর পর্যন্ত এগিয়েছিল, এমনকি বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তাও ভেঙে যায়।
সালমান খানের এই বক্তব্যে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রেমে ব্যর্থতার পেছনে হয়তো ব্যক্তিত্ব নয়, বরং পেশাগত সাফল্যের পার্থক্যই বড় কারণ।