ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

অবরোধ তুলে নিল হাটহাজারী হেফাজত

ছবি: সংগৃহিত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে ডাকা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের সঙ্গে হেফাজত নেতাদের বৈঠকের পর এক ব্রিফিংয়ের মাধ্যমে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকালে চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে হেফাজতে ইসলাম। এসময় আন্দোলনকারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়, ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে হেফাজতের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী রাউজান থেকে মোটরসাইকেলে করে হাটহাজারী ফেরার পথে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক বাসের চালক জানে আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

নিহত মাওলানা সোহেল চৌধুরী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার বাসিন্দা আবুল মহসীন চৌধুরীর ছেলে। তবে তিনি পরিবারসহ হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।

হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজও প্রশাসনের সঙ্গে হেফাজত নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্তের বিষয়টি স্বীকার করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

অবরোধ তুলে নিল হাটহাজারী হেফাজত

আপডেট সময় : ১২:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে ডাকা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের সঙ্গে হেফাজত নেতাদের বৈঠকের পর এক ব্রিফিংয়ের মাধ্যমে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকালে চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে হেফাজতে ইসলাম। এসময় আন্দোলনকারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়, ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে হেফাজতের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী রাউজান থেকে মোটরসাইকেলে করে হাটহাজারী ফেরার পথে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক বাসের চালক জানে আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

নিহত মাওলানা সোহেল চৌধুরী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার বাসিন্দা আবুল মহসীন চৌধুরীর ছেলে। তবে তিনি পরিবারসহ হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।

হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজও প্রশাসনের সঙ্গে হেফাজত নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্তের বিষয়টি স্বীকার করেছেন।