
ভারতের পাঞ্জাবি সংগীতের উজ্জ্বল নক্ষত্র রাজবীর জওয়ান্দা আর নেই। প্রায় দুই সপ্তাহের চিকিৎসার পর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এই গায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অকাল মৃত্যুতে পাঞ্জাবি সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর হিমাচলপ্রদেশে বাইক দুর্ঘটনায় রাজবীর মস্তিষ্ক ও মেরুদণ্ডে মারাত্মক আঘাত পান। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই লাইফ সাপোর্ট ও ভেন্টিলেশনে রাখা হয়। হাসপাতালে এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘ চিকিৎসার পরেও তার অবস্থা কোনও উন্নতি হয়নি এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে রক্ষা করা যায়নি।
পাঞ্জাবের লুধিয়ানায় জন্মানো রাজবীর জওয়ান্দা সাম্প্রতিক বছরগুলোতে পাঞ্জাবি সংগীত জগতে নিজের স্বতন্ত্র অবস্থান করে নিয়েছিলেন। তার জনপ্রিয় গানগুলো, কালী জওয়ান্দে দি, মিট্টি দ্য বীর, ‘শিকারি সহ তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। গায়ক হিসেবে ছাড়াও তিনি ছিলেন গীতিকার ও মিউজিক ভিডিও মডেল।
রাজবীরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ শোক প্রকাশ করেছেন। একটি কনসার্টে তিনি রাজবীরের দ্রুত সুস্থতা কামনা করে শ্রোতাদের প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন। দিলজিৎ বলেন, রাজবীর ছিল এক অসাধারণ মানুষ, বিতর্ক থেকে দূরে থাকত এবং সবাইকে ভালোবাসত। তার জন্য সবাই দয়া করে প্রার্থনা করুন।
তবে শেষ পর্যন্ত এই তরুণ তারকার প্রতি সকল প্রার্থনাই ব্যর্থ হলো। তার অকাল মৃত্যু পাঞ্জাবি সংগীত জগতের জন্য এক বিশাল ক্ষতি, যিনি সুরের সরলতায় বহু হৃদয় জয় করেছিলেন।