ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

কর্ণফুলী ব্রিজের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে চসিক

ছবি: নিজস্ব

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, কর্ণফুলী ব্রিজকে ঘিরে চলমান যানজটের স্থায়ী সমাধানে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নগরকে শৃঙ্খলাবদ্ধ, যানজটমুক্ত ও বাসযোগ্য শহরে রূপান্তরে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বাস মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র।

সভায় পরিবহন মালিকরা কর্ণফুলী ব্রিজের দুই পাশে যানজট নিরসনে নোমান কলেজ সংলগ্ন একটি নতুন বাস টার্মিনাল স্থাপনের দাবি জানান। তারা বলেন, শাহ আমানত সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে গেলেও এখনও টোল আদায় চলছে, যা সাধারণ যাত্রী ও পরিবহন খাতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা অবৈধ হকার, সিএনজি ও অটোরিকশার নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

মেয়র জানান, আগামী ২০ অক্টোবর (সোমবার) দুপুর ৩টায় লালদিঘীস্থ চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরিবহন মালিক, শ্রমিক ও ট্রাফিক বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি যানজট নিরসন কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, সবার অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগ ছাড়া যানজট সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়। আমরা ইতোমধ্যে নতুন বাস টার্মিনালের জন্য উদ্যোগ নিয়েছি। তবে জায়গাটি নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে, যা আদালতে বিচারাধীন। দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য, চট্টগ্রাম শহরকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরীতে রূপান্তর করা। এজন্য সকল পক্ষের সহযোগিতা অপরিহার্য।

সভায় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, ডিসি (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, এবং বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

কর্ণফুলী ব্রিজের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে চসিক

আপডেট সময় : ০২:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, কর্ণফুলী ব্রিজকে ঘিরে চলমান যানজটের স্থায়ী সমাধানে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নগরকে শৃঙ্খলাবদ্ধ, যানজটমুক্ত ও বাসযোগ্য শহরে রূপান্তরে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বাস মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র।

সভায় পরিবহন মালিকরা কর্ণফুলী ব্রিজের দুই পাশে যানজট নিরসনে নোমান কলেজ সংলগ্ন একটি নতুন বাস টার্মিনাল স্থাপনের দাবি জানান। তারা বলেন, শাহ আমানত সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে গেলেও এখনও টোল আদায় চলছে, যা সাধারণ যাত্রী ও পরিবহন খাতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা অবৈধ হকার, সিএনজি ও অটোরিকশার নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

মেয়র জানান, আগামী ২০ অক্টোবর (সোমবার) দুপুর ৩টায় লালদিঘীস্থ চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরিবহন মালিক, শ্রমিক ও ট্রাফিক বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি যানজট নিরসন কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, সবার অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগ ছাড়া যানজট সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়। আমরা ইতোমধ্যে নতুন বাস টার্মিনালের জন্য উদ্যোগ নিয়েছি। তবে জায়গাটি নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে, যা আদালতে বিচারাধীন। দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য, চট্টগ্রাম শহরকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরীতে রূপান্তর করা। এজন্য সকল পক্ষের সহযোগিতা অপরিহার্য।

সভায় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, ডিসি (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, এবং বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ।