
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) আনোয়ারা উপজেলার টানেল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়াতাধীন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এতে জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী এর সভাপতিত্বে এবং জেলা শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম অলি উল্লাহ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম -১৩ আসনের প্রার্থী মাওলানা এরফানুল হক হালিম,ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম,দ্বীন সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা সদর মাওলানা আব্দুল হক হক্কানি, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী,
মানববন্ধনে বক্তরা পিআর সিস্টেমে জাতীয় নির্বাচন,জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির প্রতি গুরুত্বারোপ করেন।পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেন মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী,জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা আরিফ উদ্দীন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়া,জেলা সেক্রটারি মুহাম্মদ সেকান্দর,ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা সভাপতি মাওলানা আমির হোসেন,সেক্রেটারি সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দীন তালুকদার।
আনোয়ারা প্রতিনিধি/নিউজ টুডে 























