
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আশরাফ ছিদ্দিক জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার মুখে দাড়ি ছিল এবং পরনে ছিল চেক লুঙ্গি ও বেগুনি-হালকা কমলা রঙের গেঞ্জি।
এসআই আশরাফ ছিদ্দিক আরও জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।