ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

জয় ফোরাম ২০২৫ একসঙ্গে হাজির শাহরুখ, সালমান ও আমির খান

বলিউডের তিন কিংবদন্তি তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খান একসঙ্গে এক মঞ্চে! এমন মুহূর্ত সচরাচর দেখা যায় না। শুক্রবার (১৭ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ অ্যারেনায় অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’এর আসরে এই বিরল দৃশ্যের জন্ম হয়।

অনুষ্ঠানে তারা কথা বলেন নিজেদের সিনেমা, পরিবার, বন্ধুত্ব এবং জীবনের নানা গল্প নিয়ে। আড্ডার সেই উষ্ণ মুহূর্তগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

আলাপের শুরুতেই শাহরুখ খান বলেন, আমরা তিনজন কীভাবে তারকা হয়ে উঠলাম, সেটা বলা সত্যিই কঠিন।

তার এই বক্তব্যের সূত্র ধরে আমির খান যোগ করেন, যেমন শাহরুখ বলেছে, এটা নির্দিষ্ট করে বলা কঠিন। আমরা হয়তো ভাগ্যবান ছিলাম যে ভারতে জন্মেছি—একটি দেশ যেখানে হিন্দি সিনেমার অংশ হওয়া সম্ভব হয়েছে। অন্য কোথাও জন্মালে হয়তো আমরা আজ এখানে থাকতাম না।

আমির আরও বলেন, সাফল্য মানে সময়, সুযোগ আর অবস্থানের সমন্বয়। সবাই পরিশ্রম করে, কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা গুরুত্বপূর্ণ। অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবুও চেষ্টা করতে হয়।
আলোচনার এক পর্যায়ে সালমান খান হালকা রসিকতা করেন আমির এসেছে চলচ্চিত্র পরিবার থেকে, আমিও তাই। আর এই মানুষটা (শাহরুখের দিকে ইঙ্গিত করে)… ও এসেছে দিল্লি থেকে!
দর্শকরা তখন হাসি ও করতালিতে ফেটে পড়েন। শাহরুখ খান মুচকি হেসে উত্তর দেন, দুঃখিত সালমান, একটু বাধা দিতে পারি? আমিও চলচ্চিত্র পরিবার থেকেই এসেছি সালমানের পরিবারই আমার পরিবার!

এই মন্তব্যে পুরো হলজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও হাসির রোল। স্পষ্ট হয় বলিউডের এই তিন খানের প্রকৃত বন্ধুত্ব ও আন্তরিকতা। সঞ্চালক যখন তিনজনের বন্ধুত্বের প্রশংসা করেন, তখন সালমান খান হেসে বলেন, এটা শুধু মঞ্চেই দেখা যায়!
তৎক্ষণাৎ শাহরুখ যোগ করেন, আপনি যদি পর্দার আড়ালে দেখতেন, তাহলে জানতেন আমরা সেশন শেষ হওয়ার পর একে অপরের সঙ্গে কী করি! এই কথাগুলোও দর্শকদের মাঝে হাসির জোয়ার তোলে।
তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ, সালমান ও আমির খান। একসময় তারা ছিলেন একে অপরের পেশাগত প্রতিদ্বন্দ্বী, এখন তারা ঘনিষ্ঠ বন্ধু।

তিনজনকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল আমির খানের তারে জমিন পার ছবির বিশেষ প্রদর্শনীতে। সম্প্রতি তারা আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ব্যাস্টার্ডস অব বলিউড এ অভিনয় করেছেন, যদিও একই দৃশ্যে ছিলেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

জয় ফোরাম ২০২৫ একসঙ্গে হাজির শাহরুখ, সালমান ও আমির খান

আপডেট সময় : ০৫:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বলিউডের তিন কিংবদন্তি তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খান একসঙ্গে এক মঞ্চে! এমন মুহূর্ত সচরাচর দেখা যায় না। শুক্রবার (১৭ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ অ্যারেনায় অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’এর আসরে এই বিরল দৃশ্যের জন্ম হয়।

অনুষ্ঠানে তারা কথা বলেন নিজেদের সিনেমা, পরিবার, বন্ধুত্ব এবং জীবনের নানা গল্প নিয়ে। আড্ডার সেই উষ্ণ মুহূর্তগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

আলাপের শুরুতেই শাহরুখ খান বলেন, আমরা তিনজন কীভাবে তারকা হয়ে উঠলাম, সেটা বলা সত্যিই কঠিন।

তার এই বক্তব্যের সূত্র ধরে আমির খান যোগ করেন, যেমন শাহরুখ বলেছে, এটা নির্দিষ্ট করে বলা কঠিন। আমরা হয়তো ভাগ্যবান ছিলাম যে ভারতে জন্মেছি—একটি দেশ যেখানে হিন্দি সিনেমার অংশ হওয়া সম্ভব হয়েছে। অন্য কোথাও জন্মালে হয়তো আমরা আজ এখানে থাকতাম না।

আমির আরও বলেন, সাফল্য মানে সময়, সুযোগ আর অবস্থানের সমন্বয়। সবাই পরিশ্রম করে, কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা গুরুত্বপূর্ণ। অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবুও চেষ্টা করতে হয়।
আলোচনার এক পর্যায়ে সালমান খান হালকা রসিকতা করেন আমির এসেছে চলচ্চিত্র পরিবার থেকে, আমিও তাই। আর এই মানুষটা (শাহরুখের দিকে ইঙ্গিত করে)… ও এসেছে দিল্লি থেকে!
দর্শকরা তখন হাসি ও করতালিতে ফেটে পড়েন। শাহরুখ খান মুচকি হেসে উত্তর দেন, দুঃখিত সালমান, একটু বাধা দিতে পারি? আমিও চলচ্চিত্র পরিবার থেকেই এসেছি সালমানের পরিবারই আমার পরিবার!

এই মন্তব্যে পুরো হলজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও হাসির রোল। স্পষ্ট হয় বলিউডের এই তিন খানের প্রকৃত বন্ধুত্ব ও আন্তরিকতা। সঞ্চালক যখন তিনজনের বন্ধুত্বের প্রশংসা করেন, তখন সালমান খান হেসে বলেন, এটা শুধু মঞ্চেই দেখা যায়!
তৎক্ষণাৎ শাহরুখ যোগ করেন, আপনি যদি পর্দার আড়ালে দেখতেন, তাহলে জানতেন আমরা সেশন শেষ হওয়ার পর একে অপরের সঙ্গে কী করি! এই কথাগুলোও দর্শকদের মাঝে হাসির জোয়ার তোলে।
তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ, সালমান ও আমির খান। একসময় তারা ছিলেন একে অপরের পেশাগত প্রতিদ্বন্দ্বী, এখন তারা ঘনিষ্ঠ বন্ধু।

তিনজনকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল আমির খানের তারে জমিন পার ছবির বিশেষ প্রদর্শনীতে। সম্প্রতি তারা আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ব্যাস্টার্ডস অব বলিউড এ অভিনয় করেছেন, যদিও একই দৃশ্যে ছিলেন না।