
চট্টগ্রাম নগরী বেটার্মিনাল এলাকা থেকে শামীম মাসুদ খান (২৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শামীম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার খবর পেয়ে হালিশহর থানা পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে মামলাটি বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, শামীমকে উদ্ধার করার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার একজন কর্মকর্তা জানান, এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। বিস্তারিত জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধির নাম 



























