
বান্দরবান পার্বত্য জেলার লামা থানা এলাকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানে একাধিক মামলার আসামি ও চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতা ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ ও দুইটি আতশবাজি উদ্ধার করা হয়।
গত ১৪ জুন ২০২৪ রাতে ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া তার সহযোগীদের নিয়ে বান্দরবানের লামা থানাধীন একটি বাড়িতে ডাকাতি চালায়। তারা বাদী রহিমা বেগমের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় ও বিদেশি অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাত দলের সদস্যরা বাদী পরিবারের সদস্যদের বন্দুকের বাট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং বাদীর বোনের পরনের জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানির মতো জঘন্য কাজ করে।
এ ঘটনায় বাদী রহিমা বেগম আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে লামা থানায় একটি মামলা রুজু করা হয়। গোপন সূত্রে ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত মামলার প্রধান আসামি ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী এলাকায় আত্মগোপনে রয়েছে।
২১ অক্টোবর ২০২৫ রাতে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবানের ফাসিয়াখালী ইউনিয়নের উত্তর মালুম্যা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া (১৯) কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ এবং দুইটি আতশবাজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান পার্বত্য জেলার লামা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব/নিউজ টুডে 

























