
ফরিদপুরের সালথা উপজেলার পিসনাইল গ্রামে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ায় শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বর মো. জামাল ফকির (২৮) আখক্ষেতের বেড়ার বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। জামাল পিসনাইল গ্রামের মো. রোজব ফকিরের ছেলে।
জামাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পার্শ্ববর্তী নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের রোকেয়া আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর বিকেলে কনে নিয়ে বাড়ি ফেরেন। তবে শুক্রবার সকালে স্থানীয় কৃষকরা বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আখক্ষেতের বেড়ার বাঁশের সঙ্গে জামালের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা লাশ নামিয়ে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয়রা বলেন, মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল, কিন্তু বেড়ার বাঁশের উচ্চতা মাত্র ২–২.৫ ফিট হওয়ায় আত্মহত্যা করা অসম্ভব মনে হচ্ছে। জামালের স্ত্রী রোকেয়া বলেন, সকালে দরজা বাইরে থেকে শিকল লাগানো অবস্থায় ছিল; পরে প্রতিবেশীরা দরজা খুলে মরদেহ পায়।
জামালের বড় ভাই জালাল ফকির বলেন, তার মৃত্যু রহস্যজনক; কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 


























