
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন এবার গান করেছেন দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে।
‘মানবতার জয় হোক’ শিরোনামের এই বিশেষ গানটি প্রকাশিত হয়েছে গত ৩১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে।
গানটির কথা লিখেছেন শফিক তুহিন নিজেই। সুর ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রত্যয় খান, আর ভিডিওটি নির্মাণ করেছেন কীশোর নীল।
গানটি নিয়ে শফিক তুহিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা, ভরসা ও গর্বের প্রতীক। দেশের সংকটকালীন মুহূর্তে তারা মানবতার হাত বাড়িয়ে দেন, মানুষের পাশে দাঁড়ান। দেশের কল্যাণে তাদের অবদান অনস্বীকার্য। তাই সেনাবাহিনীকে উৎসর্গ করে গানটি করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।
তিনি আরও যোগ করেন, গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। ভিন্ন আঙ্গিকে তৈরি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। গানটির সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
দেশপ্রেম ও মানবতার বার্তা বহনকারী ‘মানবতার জয় হোক’ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























