
দীর্ঘ জল্পনার পর অবশেষে প্রকাশ্যে এল রাশমিকা মান্দানার আঙুলের ঝলমলে বাগদানের আংটি, যা দেখেই হতবাক হয়ে পড়েছেন অনুরাগীরা। দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে তার গোপন বাগদানের গুঞ্জন এবার আরও জোরালো হলো।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’ প্রচারের জন্য অভিনেত্রী রাশমিকা জগপতিবাবুর টকশোতে হাজির হন। অনুষ্ঠানে তিনি প্রথমবার ক্যামেরার সামনে তার আঙুলের আংটিগুলো দেখান।
প্রোমোতে দেখা যায়, টকশো চলাকালীন রাশমিকাকে বারবার ‘বিজয়’ নামে মজার ছলে প্রশ্ন করা হয়। এ সময় তিনি তার আঙুলের একটি আংটি তুলে ধরেন, যা জানা গেছে তার বাগদানের আংটি।
সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে বলেন, “আপনি বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত, তাহলে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব, নাকি তুমি এই বিজয়ের মালিক?”
এতে হেসে ওঠেন রাশমিকা। তার আঙুলের আংটিগুলো সম্পর্কে তিনি জানান, “আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।” জগপতি বাবু আরও বলেন, “এর মধ্যে একটি আংটির সঙ্গে তোমার জীবনের একটি বিশেষ মুহূর্ত জড়িত।” রাশমিকা একগাল হাসি দিয়ে এই কথার স্বীকৃতি দেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























