ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

আমতলীতে জব্দ জাটকা বিতরণের সময় লুট, মামলা দায়ের

বরগুনার আমতলীতে জব্দ করা জাটকা বিতরণের সময় লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমতলী মৎস্য বিভাগের এক কর্মকর্তা থানায় মামলা করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা–কুয়াকাটা মহাসড়কের আমতলী চেকপোস্টে যৌথ বাহিনীর অভিযানে কুয়াকাটা থেকে ঢাকাগামী চারটি বাসে তল্লাশি চালিয়ে ২৫টি কার্টনে রাখা প্রায় ১ হাজার ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব মাছ পুলিশের সহযোগিতায় স্থানীয় দুস্থ মানুষ ও এতিমখানাগুলোতে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

তবে আমতলী থানার ভেতরের মাঠে মাছ বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে কিছু ব্যক্তি সুযোগ বুঝে জব্দ করা মাছের একটি অংশ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আমতলী মৎস্য বিভাগের ফিল্ড ফ্যাসিলিটেটর ইশরাত হোসেন হিমেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, জব্দকৃত জাটকা বিতরণের শেষ পর্যায়ে কিছু অসাধু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে মাছ নিয়ে পালিয়ে যায়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, থানার ভেতর থেকে মাছ নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া মৎস্য বিভাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আমতলীতে জব্দ জাটকা বিতরণের সময় লুট, মামলা দায়ের

আপডেট সময় : ০৩:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বরগুনার আমতলীতে জব্দ করা জাটকা বিতরণের সময় লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমতলী মৎস্য বিভাগের এক কর্মকর্তা থানায় মামলা করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা–কুয়াকাটা মহাসড়কের আমতলী চেকপোস্টে যৌথ বাহিনীর অভিযানে কুয়াকাটা থেকে ঢাকাগামী চারটি বাসে তল্লাশি চালিয়ে ২৫টি কার্টনে রাখা প্রায় ১ হাজার ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব মাছ পুলিশের সহযোগিতায় স্থানীয় দুস্থ মানুষ ও এতিমখানাগুলোতে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

তবে আমতলী থানার ভেতরের মাঠে মাছ বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে কিছু ব্যক্তি সুযোগ বুঝে জব্দ করা মাছের একটি অংশ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আমতলী মৎস্য বিভাগের ফিল্ড ফ্যাসিলিটেটর ইশরাত হোসেন হিমেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, জব্দকৃত জাটকা বিতরণের শেষ পর্যায়ে কিছু অসাধু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে মাছ নিয়ে পালিয়ে যায়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, থানার ভেতর থেকে মাছ নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া মৎস্য বিভাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।