
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে হেলিকপ্টারযোগে তাকে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, “এরশাদ উল্লাহ ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।”
এর আগে ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী এলাকায় গণসংযোগের সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী সরোয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলায় এরশাদ উল্লাহ ও শান্ত আহত হন, আর সরোয়ার হোসেন বাবলা নিহত হন। আহতের পর এরশাদ উল্লাহকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























