ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড তারকা গোবিন্দ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১২ নভেম্বর) ভোরে নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এই অভিনেতা। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার আইনজীবী ললিত বিন্দাল জানান, গোবিন্দের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

তিনি বলেন, “মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েছিলেন গোবিন্দ। অস্বস্তি বোধ করার পর হঠাৎ জ্ঞান হারান। দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এখন আমরা রিপোর্টের অপেক্ষায় আছি।”

এর মাত্র একদিন আগেই প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন গোবিন্দ। সেখান থেকে বের হওয়ার সময়ও তাকে বেশ গম্ভীর দেখাচ্ছিল। ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

উল্লেখ্য, গত এক বছরের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হওয়া গোবিন্দের। গত বছরের অক্টোবর মাসে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড তারকা গোবিন্দ

আপডেট সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১২ নভেম্বর) ভোরে নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এই অভিনেতা। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার আইনজীবী ললিত বিন্দাল জানান, গোবিন্দের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

তিনি বলেন, “মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েছিলেন গোবিন্দ। অস্বস্তি বোধ করার পর হঠাৎ জ্ঞান হারান। দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এখন আমরা রিপোর্টের অপেক্ষায় আছি।”

এর মাত্র একদিন আগেই প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন গোবিন্দ। সেখান থেকে বের হওয়ার সময়ও তাকে বেশ গম্ভীর দেখাচ্ছিল। ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

উল্লেখ্য, গত এক বছরের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হওয়া গোবিন্দের। গত বছরের অক্টোবর মাসে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।