
অস্কারজয়ী সুরকার এ আর রহমান বরাবরই তার নীতিগত অবস্থানের জন্য প্রশংসিত। অতীতে ‘মি টু’-তে অভিযুক্ত শিল্পীদের সঙ্গে কাজ করা থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন। কিন্তু সম্প্রতি তিনি নারী নির্যাতন ও ‘পকসো’ ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার জানি বাশারের সঙ্গে নতুন একটি সিনেমার গানে কাজ করার পর নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেদ্দি’ এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। গানটির নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন জানি বাশার। কোরিওগ্রাফার নিজেই সামাজিক মাধ্যমে এ আর রহমানের সঙ্গে একটি ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং লিখেন, “তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এটি আমার জীবনের পরম প্রাপ্তি।”
তবে ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যে রহমান অতীতে ‘মি টু’-তে অভিযুক্তদের সঙ্গে কাজ থেকে বিরত ছিলেন, তিনি কীভাবে নারী নির্যাতন ও পকসো আইনের আওতায় অভিযুক্ত একজন কোরিওগ্রাফারের সঙ্গে কাজ করতে পারলেন?
জানি বাশারের বিরুদ্ধে ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এই গুরুতর অভিযুক্তের সঙ্গে কাজ করাকে নেটিজেনরা সহজভাবে মেনে নিতে পারছেন না, তাই এ আর রহমান তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























