ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ছেলের নাম প্রকাশ করলেন পরিণীতি–রাঘব

অবশেষে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডা, প্রকাশ্যে আনলেন তাদের নবজাতক পুত্রসন্তানের নাম ও প্রথম ঝলক।

জন্মের এক মাস পর দম্পতি ইনস্টাগ্রামে একটি হৃদয়স্পর্শী ছবি শেয়ার করে জানান, তাদের ছেলের নাম রাখা হয়েছে ‘নীর’।

প্রকাশিত পোস্টের ক্যাপশনে তারা লেখেন, “জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’—শুদ্ধ, পবিত্র, অনন্ত।”

ছবিতে নবজাতক নীরের মুখ না দেখিয়ে দেখানো হয়েছে তার ছোট্ট দুটি পা। এক ফ্রেমে মা-বাবা স্নেহভরে সেই পায়ে চুমু দিচ্ছেন এবং আরেকটি ছবিতে তাকে আলতো করে দু’হাতে আগলে রাখা হয়েছে। সন্তানকে নিয়ে দম্পতির গভীর ভালোবাসা ফুটে উঠেছে ছবিগুলোতে।

এর আগে ২০ অক্টোবর পরিণীতি রাঘবের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান। সেদিন ইনস্টাগ্রামে দম্পতি লিখেছিলেন, অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পূর্ণ। আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের সবকিছুই আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ছেলের নাম প্রকাশ করলেন পরিণীতি–রাঘব

আপডেট সময় : ০৫:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

অবশেষে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডা, প্রকাশ্যে আনলেন তাদের নবজাতক পুত্রসন্তানের নাম ও প্রথম ঝলক।

জন্মের এক মাস পর দম্পতি ইনস্টাগ্রামে একটি হৃদয়স্পর্শী ছবি শেয়ার করে জানান, তাদের ছেলের নাম রাখা হয়েছে ‘নীর’।

প্রকাশিত পোস্টের ক্যাপশনে তারা লেখেন, “জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’—শুদ্ধ, পবিত্র, অনন্ত।”

ছবিতে নবজাতক নীরের মুখ না দেখিয়ে দেখানো হয়েছে তার ছোট্ট দুটি পা। এক ফ্রেমে মা-বাবা স্নেহভরে সেই পায়ে চুমু দিচ্ছেন এবং আরেকটি ছবিতে তাকে আলতো করে দু’হাতে আগলে রাখা হয়েছে। সন্তানকে নিয়ে দম্পতির গভীর ভালোবাসা ফুটে উঠেছে ছবিগুলোতে।

এর আগে ২০ অক্টোবর পরিণীতি রাঘবের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান। সেদিন ইনস্টাগ্রামে দম্পতি লিখেছিলেন, অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পূর্ণ। আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের সবকিছুই আছে।