
চট্টগ্রামের আনোয়ারায় কবরস্থানের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৩ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করান।
আহতদের মধ্যে রয়েছেন মো. সালেক (৬০), সালমান (২০), শাফিন (১৯), লোকমান (৬৭), মিনহাজ (২৫), ওসমান গণি (৬৫), ইসমাইল (৫০), জয়নাব (৪২), ছেনোয়ারা বেগম (৪০), রাবেয়া (৪০), সিরাজ খাতুন (৪৩), রহিমা (৪৫) এবং জাফর ইকবাল (৪০)।
থানায় লিখিত অভিযোগ দেন মো. সাইদ। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ ও মো. হোসেনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার একপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যার ফলে ১৩ জন আহত হন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, দুপক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ ঘটেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























