
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের দুটি ম্যাচ মাত্র তিন দিনে শেষ হয়েছে। রংপুরকে ১৩০ রানের লক্ষ্য তাড়ায় জয় এনে দিয়েছেন নাসির হোসেন, আর সিলেটকে ৯ উইকেটে জিতিয়েছেন আবু জায়েদ। খুলনা-ময়মনসিংহের ম্যাচটি ড্রয়ের পথে এগোচ্ছে।
রাজশাহীতে রংপুর শুরুতে ৫ উইকেটে ৫৯ রান হারিয়ে বিপদে ছিল। কিন্তু নাসির হোসেন ও তানভীর হায়দারের ৭৩ রানের জুটি দলের জয় নিশ্চিত করে। নাসির এই ইনিংসে ফিফটি করেন। বোলাররাও রংপুরের জয়ে বড় ভূমিকা রাখে; মেহেদী হাসান ৪ এবং রবিউল হক ও মুকিদুল ইসলাম ৩টি করে উইকেট নেন।
অন্যদিকে, কক্সবাজারে বরিশালের বিরুদ্ধে ঢাকা দলের বিপর্যয় কিছুটা কাটিয়ে উঠেছে। প্রথম ইনিংসে বরিশাল ৩৪১ রানে অলআউট হয়, যেখানে ফিফটি পান তাসামুল হক ও মোহাম্মদ আবদুল্লাহ। ঢাকার সুমন খান নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ঢাকা ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে এবং তৃতীয় দিনে ৫৬ রানে এগিয়ে আছে।
খুলনা-ময়মনসিংহ ম্যাচে প্রথম ইনিংসে ৩৮৭ রান সংগ্রহ করে খুলনা। ময়মনসিংহ শেষ দিনে ৩ উইকেট হাতে রেখেই শেষ করেছে। শেষ দিনে নাটক না ঘটলে ম্যাচটি ড্র হওয়ার পথে। ময়মনসিংহের হয়ে ফিফটি করেছেন মোহাম্মদ নাঈম, আজিজুল হাকিম, আবদুল মজিদ, আল আমিন জুনিয়র ও আরিফ আহমেদ।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























