ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

হারের পর ঘুরে দাঁড়িয়ে চট্টগ্রামের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচল

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ের পুরুষ ও নারী কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ বেলা ১১টায় ঢাকার শহীদ ক্যাপ্টেন মনসুর আলি হ্যান্ডবল স্টেডিয়ামে। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, জয়েন্ট সেক্রেটারি আবদুল হক এবং কোষাধ্যক্ষ মনির হোসেন।

পুরুষ বিভাগের খেলায় প্রথম দিনে একাধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মৌলভিবাজার ৪১–১৬ পয়েন্টে মাদারীপুরকে পরাজিত করে। চট্টগ্রাম ২৯–৩৬ পয়েন্টে বগুড়ার কাছে হেরে যায়। টাঙ্গাইল ৩৪–২৭ পয়েন্টে গোপালগঞ্জকে হারায়, খুলনা ৩৯–৩১ পয়েন্টে নীলফামারীকে পরাজিত করে। পরবর্তীতে মৌলভিবাজার ৪২–১৭ পয়েন্টে টাঙ্গাইলকে হারায় এবং চট্টগ্রাম জেলা দল ৩০–২৫ পয়েন্টের ব্যবধানে নীলফামারীকে পরাজিত করে ঘুরে দাঁড়ানোর দারুণ উদাহরণ সৃষ্টি করে।

মেয়েদের বিভাগের খেলায় রাঙ্গামাটি ৪০–৩৬ পয়েন্টে বগুড়াকে, গোপালগঞ্জ ৩৪–২৪ পয়েন্টে টাঙ্গাইলকে এবং ঝিনাইদহ ৩৮–৩২ পয়েন্টে বরিশালকে পরাজিত করে।

দিনের প্রথম ম্যাচে বগুড়ার কাছে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে নীলফামারীর বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রেখেছে চট্টগ্রাম জেলা পুরুষ কাবাডি দল। দলের এই জয় চট্টগ্রামের কাবাডি অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

চট্টগ্রাম দলের হয়ে মাঠে নেমেছিলেন ফারহান সাদিক সানি, ইফতি, তাফরিক, সিহাব, জয়, আলবার্ট, কাদের, তামজিদ, সোহেল, ফয়সাল, সোহাগ, ফখর ও শাকিল। দলটির কোচিং ও ব্যবস্থাপনায় ছিলেন চট্টগ্রাম কাবাডির সম্পাদক ও সফল কোচ মো. ইশতিহাদ হোসেন শিপন। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন হারুন আর রশিদ এবং সহকারী কোচ হিসেবে ছিলেন ইমন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

হারের পর ঘুরে দাঁড়িয়ে চট্টগ্রামের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচল

আপডেট সময় : ০৮:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ের পুরুষ ও নারী কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ বেলা ১১টায় ঢাকার শহীদ ক্যাপ্টেন মনসুর আলি হ্যান্ডবল স্টেডিয়ামে। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, জয়েন্ট সেক্রেটারি আবদুল হক এবং কোষাধ্যক্ষ মনির হোসেন।

পুরুষ বিভাগের খেলায় প্রথম দিনে একাধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মৌলভিবাজার ৪১–১৬ পয়েন্টে মাদারীপুরকে পরাজিত করে। চট্টগ্রাম ২৯–৩৬ পয়েন্টে বগুড়ার কাছে হেরে যায়। টাঙ্গাইল ৩৪–২৭ পয়েন্টে গোপালগঞ্জকে হারায়, খুলনা ৩৯–৩১ পয়েন্টে নীলফামারীকে পরাজিত করে। পরবর্তীতে মৌলভিবাজার ৪২–১৭ পয়েন্টে টাঙ্গাইলকে হারায় এবং চট্টগ্রাম জেলা দল ৩০–২৫ পয়েন্টের ব্যবধানে নীলফামারীকে পরাজিত করে ঘুরে দাঁড়ানোর দারুণ উদাহরণ সৃষ্টি করে।

মেয়েদের বিভাগের খেলায় রাঙ্গামাটি ৪০–৩৬ পয়েন্টে বগুড়াকে, গোপালগঞ্জ ৩৪–২৪ পয়েন্টে টাঙ্গাইলকে এবং ঝিনাইদহ ৩৮–৩২ পয়েন্টে বরিশালকে পরাজিত করে।

দিনের প্রথম ম্যাচে বগুড়ার কাছে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে নীলফামারীর বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রেখেছে চট্টগ্রাম জেলা পুরুষ কাবাডি দল। দলের এই জয় চট্টগ্রামের কাবাডি অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

চট্টগ্রাম দলের হয়ে মাঠে নেমেছিলেন ফারহান সাদিক সানি, ইফতি, তাফরিক, সিহাব, জয়, আলবার্ট, কাদের, তামজিদ, সোহেল, ফয়সাল, সোহাগ, ফখর ও শাকিল। দলটির কোচিং ও ব্যবস্থাপনায় ছিলেন চট্টগ্রাম কাবাডির সম্পাদক ও সফল কোচ মো. ইশতিহাদ হোসেন শিপন। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন হারুন আর রশিদ এবং সহকারী কোচ হিসেবে ছিলেন ইমন।