
বিপিএল শুরুর একদিন আগে হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় সংশ্লিষ্ট পক্ষ। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয়। একই সঙ্গে পরিবর্তন আসে কোচিং ও সাপোর্ট স্টাফে। এমন অনিশ্চয়তার মধ্যেই টুর্নামেন্ট শুরু করে চট্টগ্রাম।
উদ্বোধনী দিনে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৫ রানের দাপুটে জয় দিয়ে আসর শুরু করে শেখ মেহেদীর নেতৃত্বাধীন দলটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মালিকানা বদলের বিষয়টি নিয়ে মুখ খোলেন অধিনায়ক।
শেখ মেহেদী বলেন, খেলোয়াড়দের জন্য পরিস্থিতি মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সমস্যার সমাধান হওয়ায় সবাই মানসিকভাবে স্বস্তিতে ছিলেন। তার মতে, ম্যাচ চলাকালীন এমন কিছু হলে চাপ আরও বাড়তে পারত।
নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে মেহেদী জানান, বড় মঞ্চে এটি তার প্রথম অভিজ্ঞতা। কিছুটা উত্তেজনা থাকলেও দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। শিশিরের কথা মাথায় রেখে টস জিতে ব্যাটিং নেওয়াকে ভালো সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।
ব্যাটিং লাইনআপ খুব লম্বা না হলেও বোলিং বিভাগ দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলে জানান চট্টগ্রামের অধিনায়ক। পরিস্থিতি যত কঠিনই হোক, মাঠে নামলে সেরাটা দেওয়ার মানসিকতাই দলকে এগিয়ে রাখবে—এমনটাই বিশ্বাস তার।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























