
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃত্তিবাস দাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় ঘটে।
নিহত কৃত্তিবাস দাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাফুলা গ্রামের কৃষ্ণকান্ত দাসের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন এবং ঢাকার মোহাম্মদপুরে সপরিবারে থাকতেন।
পুলিশ জানায়, ব্যবসার কাজ শেষে গাজীপুর থেকে ঢাকার দিকে ফেরার পথে রাতের আঁধারে দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয়রা রাস্তার পাশে তার নিথর দেহ ও মোটরসাইকেল দেখে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 























