
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া মেগাবাজেট সিনেমা ‘কল্কি ২’-তে নায়িকা হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রিয়াঙ্কা এখনই প্রজেক্টে চুক্তি করছেন না।
প্রিয়াঙ্কা প্রযোজকদের কাছে কিছু শর্ত রেখেছেন, যার মধ্যে শুটিংয়ের সময়সীমা এবং পারিশ্রমিকের বিষয় অন্তর্ভুক্ত। তার হাতে বর্তমানে রাজামৌলির ‘বারাণসী’ সিনেমা রয়েছে, যা শেষ হওয়ার পর প্রিয়াঙ্কা এই প্রজেক্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নিতে চান।
‘কল্কি ২’-এর সুমতীর চরিত্রে দীপিকা বাজিমাত করেছিলেন, কিন্তু পারিশ্রমিক ও শুটিং নিয়ে মনোমালিন্য হওয়ায় তিনি প্রজেক্ট ছেড়ে দেন। প্রিয়াঙ্কা এবারও সেই ইস্যুর কারণে চুক্তি স্থির করেননি। অন্যদিকে, নায়িকার দৌড়ে রয়েছেন আলিয়া ভাট, সাই পল্লবী ও অনুশকা শেঠি। তাই প্রভাসের বিপরীতে ‘কল্কি ২’-তে কে দেখা যাবে, তা এখনো চূড়ান্ত নয়।
নিজস্ব/নিউজ টুডে 




























