ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

শৈশবের বন্ধুত্ব থেকে প্রেম—নতুন সম্পর্কে বিল গেটসের কন্যা ফোবি গেটস

বিশ্বের ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস ফের শিরোনামে। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকা এই তরুণী এবার নতুন প্রেমের ইঙ্গিত দিয়ে নেটদুনিয়ায় কৌতূহল সৃষ্টি করেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ফোবি। ছবিতে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যায়। ক্যাপশনে ছিল কেবল একটি লাভ ইমোজি, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলজীবনে তাদের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি স্বল্প সময়ের জন্য সম্পর্কও ছিল। দীর্ঘ সময় পর সেই পুরনো সম্পর্কই নতুন করে শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক সাক্ষাৎকারে ফোবি জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকেই চ্যাজকে চেনেন তিনি।

এর আগে ফোবি ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০২৪ সালের মাঝামাঝি সেই সম্পর্ক নিশ্চিত করলেও ২০২৫ সালের শেষ দিকে দুজন আলাদা হয়ে যান।

ব্রেকআপের মাত্র এক মাস পর নতুন সম্পর্কের ইঙ্গিত দেওয়ায় বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে বেশ আলোচনা চলছে। এদিকে ফোবি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফ্যাশন শপিং প্ল্যাটফর্ম ‘ফিয়া’ নিয়ে কাজ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও সক্রিয় রয়েছেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শৈশবের বন্ধুত্ব থেকে প্রেম—নতুন সম্পর্কে বিল গেটসের কন্যা ফোবি গেটস

আপডেট সময় : ০৫:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

বিশ্বের ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস ফের শিরোনামে। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকা এই তরুণী এবার নতুন প্রেমের ইঙ্গিত দিয়ে নেটদুনিয়ায় কৌতূহল সৃষ্টি করেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ফোবি। ছবিতে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যায়। ক্যাপশনে ছিল কেবল একটি লাভ ইমোজি, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলজীবনে তাদের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি স্বল্প সময়ের জন্য সম্পর্কও ছিল। দীর্ঘ সময় পর সেই পুরনো সম্পর্কই নতুন করে শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক সাক্ষাৎকারে ফোবি জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকেই চ্যাজকে চেনেন তিনি।

এর আগে ফোবি ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০২৪ সালের মাঝামাঝি সেই সম্পর্ক নিশ্চিত করলেও ২০২৫ সালের শেষ দিকে দুজন আলাদা হয়ে যান।

ব্রেকআপের মাত্র এক মাস পর নতুন সম্পর্কের ইঙ্গিত দেওয়ায় বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে বেশ আলোচনা চলছে। এদিকে ফোবি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফ্যাশন শপিং প্ল্যাটফর্ম ‘ফিয়া’ নিয়ে কাজ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও সক্রিয় রয়েছেন।