ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ফরিদপুর কনসার্টে বিশৃঙ্খলা, জেমসের সরাসরি মন্তব্য: দায় আয়োজকদের

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনে দেশবরেণ্য সংগীতশিল্পী জেমসের কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আয়োজক কমিটির অব্যবস্থাপনার কারণে রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন শিল্পী।

জেলা স্কুলে আসার আগে গেস্ট হাউজে অবস্থানকালে জেমস ও তার দলের সদস্যরা বিশৃঙ্খলার খবর পান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা সরাসরি ঢাকায় ফিরে যান। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গেস্ট হাউজ থেকে জেমস তড়িঘড়ি করে গাড়িতে ওঠেন, নিরাপত্তা নিশ্চিত করা হয়।

আয়োজক কমিটির দাবি, কনসার্টটি শুধুমাত্র নিবন্ধিতদের জন্য ছিল। তবে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাজারো অনিবন্ধিত দর্শক ভিড় জমান। বাধা দেওয়া হলে তারা গেট ও সড়কে অবস্থান নেয়, দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করে এবং স্কুল প্রাঙ্গণ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ২৫-৩০ জন আহত হন এবং কয়েকজন হাসপাতালে ভর্তি হন।

জেমস বলেন, “এটি সম্পূর্ণভাবে আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে ঘটেছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুর কনসার্টে বিশৃঙ্খলা, জেমসের সরাসরি মন্তব্য: দায় আয়োজকদের

আপডেট সময় : ০৫:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনে দেশবরেণ্য সংগীতশিল্পী জেমসের কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আয়োজক কমিটির অব্যবস্থাপনার কারণে রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন শিল্পী।

জেলা স্কুলে আসার আগে গেস্ট হাউজে অবস্থানকালে জেমস ও তার দলের সদস্যরা বিশৃঙ্খলার খবর পান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা সরাসরি ঢাকায় ফিরে যান। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গেস্ট হাউজ থেকে জেমস তড়িঘড়ি করে গাড়িতে ওঠেন, নিরাপত্তা নিশ্চিত করা হয়।

আয়োজক কমিটির দাবি, কনসার্টটি শুধুমাত্র নিবন্ধিতদের জন্য ছিল। তবে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাজারো অনিবন্ধিত দর্শক ভিড় জমান। বাধা দেওয়া হলে তারা গেট ও সড়কে অবস্থান নেয়, দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করে এবং স্কুল প্রাঙ্গণ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ২৫-৩০ জন আহত হন এবং কয়েকজন হাসপাতালে ভর্তি হন।

জেমস বলেন, “এটি সম্পূর্ণভাবে আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে ঘটেছে।”